ফিরে ফিরে আঁখিনীরে

পিছু-পানে চায়--

পায়ে পায়ে বাধা প'ড়ে

চলা হল দায়।