বচন নাহি তো মুখে,

তবু মুখখানি

হৃদয়ের কানে বলে

নয়নের বাণী।