বুঝিলাম, এ মিলন ঝড়ের মিলন,

কাছে এনে দূরে দিল ঠেলি।

ক্ষুব্ধ মন

যতই ধরিতে চায়, বিরুদ্ধ আঘাতে

তোমারে হারায় হতাশ্বাস।

তব হাতে

দাক্ষিণ্য যে নাই, শুধু শিথিল পরশে

করিছে কৃপণ কৃপা। কর্তব্যের বশে

যে-দান করিলে তার মূল্য অপহরি

লুকায়ে রাখিলে কোথা

আমি খুঁজে মরি

পাই নে নাগাল। শরতের মেঘ তুমি

ছায়া মাত্র দিয়ে ভেসে যাও

--মরুভূমি

শূন্য-পানে চেয়ে থাকে, পিপাসা তাহার

সমস্ত হৃদয় ব্যাপি করে হাহাকার।

ভয় করিয়ো না মোরে।

এ করুণাকণা

রেখো মনে--ভুল করে মনে করিয়ো না

দস্যু আমি, লোভেতে নিষ্ঠুর।

জেনো মোরে

প্রেমের তাপস।

সুকঠোর ব্রত ধ'রে

করিব সাধনা,

আশাহীন ক্ষোভহীন

বহ্নিতপ্ত ধ্যানাসনে রব রাত্রিদিন।

ছাড়িয়া দিলাম হাত।

যদি কভু হয়

তপস্যা সার্থক, তবে পাইব হৃদয়।

না-ও যদি ঘটে, তবে আশাচঞ্চলতা

দাহিয়া হইবে শান্ত। সেও সফলতা।