ওঁ

শান্তিনিকেতন

রানী ও প্রশান্ত

বর্ষ পরে বর্ষ গেছে চ'লে

ছন্দ গাঁথিয়াছি আমি তোমাদের মিলনমঙ্গলে।

এবার দিনের অন্তে বিরল ভাষার আশীর্বাণী

রবির স্নেহের স্পর্শ আনি

পশ্চিমের ক্লান্ত রশ্মি হতে

যোগ দিল তোমাদের আনন্দিত গৃহের আলোতে।

কবি