বরষার রাতে জলের আঘাতে

পড়িতেছে যূথী ঝরিয়া।

পরিমলে তারি সজল পবন

করুণায় উঠে ভরিয়া।