বসন্ত সে কুঁড়ি ফুলের দল

হাওয়ায় কত ওড়ায় অবহেলায়।

নাহি ভাবে ভাবী কালের ফল

ক্ষণকালের খামখেয়ালি খেলায়॥