বসন্ত, আনো মলয়সমীর,

ফুলে ভরি দাও ডালা--

মোর মন্দিরে মিলনরাতির

প্রদীপ হয়েছে জ্বালা।