৫৪

বসন্ত, তুমি এসেছ হেথায়--

বুঝি হল পথ ভুল।

এলে যদি তবে জীর্ণ শাখায়

একটি ফুটাও ফুল॥