বসন্ত, দাও আনি,

ফুল জাগাবার বাণী--

তোমার আশায় পাতায় পাতায়

চলিতেছে কানাকানি।