নিরুদ্দেশ

শ্রীমান দিলীপকুমারের উদ্দেশে--

বহুদিন কেন তব সহাস্য

দেখি নি অমল কমল আস্য,

তব মুখ হতে স্বরসুধাস্রোতে

শুনি নি সরস ভাবের ভাষ্য!

কেন যে তোমার এ ঔদাস্য

অবশ্য ক'রে লিখো লিখো মোরে

কারণটা যদি হয় প্রকাশ্য।

সুহৃজ্জনের বিস্মরণের--

মন হতে তারে নিঃসারণের--

চর্চায় আজি হলে তুমি রাজি

এ কথা নেহাত অবিশ্বাস্য।

ইতি