১৬৪

বহ্নি যবে বাঁধা থাকে তরুর মর্মের মাঝখানে

ফলে ফুলে পল্লবে বিরাজে।

যখন উদ্দাম শিখা লজ্জাহীনা বন্ধন না মানে

মরে যায় ব্যর্থ ভস্মমাঝে॥