বাউল বলে খাঁচার মধ্যে

আসে অচিন পাখি।

তেমনি, মনের পোড়ো বাসা

সেথায় করে যাওয়া-আসা

অচিন রূপের কোন্‌ রহস্য

ডাকি নাইবা ডাকি।