বাক্য তোমার সব লোকে বলে

গজদন্তের তুল্য--

বের হয়ে যদি ফিরিত কবলে

হারাত সত্য মূল্য।

আঁখি-পানে তব তাকিয়েই

বিশ্বাস মনে রাখি এই

কথা দিলে তুমি ভোল না কখনো--

কত লোকে কত ভুলল।