বাণী আমার পাগল হাওয়ার

ঘূর্ণি ধূলিতে

প্রাণের দোলে এলোমেলো

রয় গো দুলিতে।

মৃত্যুলোকের অগাধ নদী

পার হয়ে সে ফেরে যদি

উল্টো স্রোতের সে দান ডালায়

পারবে তুলিতে।