বাতাস শুধায়, "বলো তো, কমল,

তব রহস্য কী যে।'

কমল কহিল, "আমার মাঝারে

আমি রহস্য নিজে।'