বাতাসে তাহার প্রথম পাপড়ি

খসায়ে ফেলিল যেই,

অমনি জানিয়ো, শাখায় গোলাপ

থেকেও আর সে নেই।