বাদশার মুখখানা

গুরুতর গম্ভীর,

মহিষীর হাসি নাহি ঘুচে;

কহিলা বাদশা-বীর,--

"যতগুলো দম্ভীর

দম্ভ মুছিব চেঁচে-পুঁছে।'

উঁচু মাথা হল হেঁট,

খালি হল ভরা পেট,

শপাশপ্‌ পিঠে পড়ে বেত।

কভু ফাঁসি কভু জেল,

কভু শূল কভু শেল,

কভু ক্রোক দেয় ভরা খেত।

মহিষী বলেন তবে,--

"দম্ভ যদি না র'বে

কী দেখে হাসিব তবে, প্রভু।'

বাদশা শুনিয়া কহে,--

"কিছুই যদি না রহে

হসনীয় আমি র'ব তবু।'