বায়ু চাহে মুক্তি দিতে,

বন্দী করে গাছ--

দুই বিরুদ্ধের যোগে

মঞ্জরীর নাচ।