বাহিরে বস্তুর বোঝা,

ধন বলে তায়।

কল্যাণ সে অন্তরের

পরিপূর্ণতায়।