বাহিরের আশীর্বাদ

কী আনিব আমি--

অন্তরের আশীর্বাদ

দিন অন্তর্যামী।

পথিকের কথাগুলি

লভিবে পথের ধূলি--

জীবন করিবে পূর্ণ

জীবনের স্বামী।