বিকেলবেলার দিনান্তে মোর

পড়ন্ত এই রোদ

পুবগগনের দিগন্তে কি

জাগায় কোনো বোধ?

লক্ষকোটি আলোবছর-পারে

সৃষ্টি করার যে বেদনা

মাতায় বিধাতারে

হয়তো তারি কেন্দ্র-মাঝে

যাত্রা আমার হবে--

অস্তবেলার আলোতে কি

আভাস কিছু রবে?