বিচলিত কেন মাধবীশাখা,

মঞ্জরী কাঁপে থরথর!

কোন্‌ কথা তার পাতায় ঢাকা

চুপি চুপি করে মরমর!