বিদায়-বেলার রবির পানে

বনশ্রী তার অর্ঘ্য আনে

অশোক ফুলের করুণ অঞ্জলি

আভাস তারই রঙিন মেঘে

শেষ নিমেষে রইবে লেগে

রবি যখন অস্তে যাবে চলি।