বিদায়রথের ধ্বনি

দূর হতে ওই আসে কানে।

ছিন্নবন্ধনের শুধু

কোনো শব্দ নাই কোনোখানে।