বিপুল প্রস্তরপিণ্ড ভূস্তরের কণ্ঠ রুদ্ধ করি

ছিল যুগে যুগান্তরে অর্থহীন দিবা বিভাবরী।

দীর্ঘ তপস্যার পরে ভাঙাইল প্রথম কুসুম

ধরণীর বাণীহারা ঘুম।