বিমল আলোকে আকাশ সাজিবে,

শিশিরে ঝলিবে ক্ষিতি,

হে শেফালি,তব বীণায় বাজিবে

শুভ্রপ্রাণের গীতি।