বিশ্বসাথে যোগে যেথায় বিহারো

সেইখানে যোগ তোমার সাথে আমারো।

নয়কো বনে, নয় বিজনে

নয়কো আমার আপন মনে,

সবার যেথায় আপন তুমি, হে প্রিয়,

সেথায় আপন আমারো।

সবার পানে যেথায় বাহু পসারো,

সেইখানেতেই প্রেম জাগিবে আমারো।

গোপনে প্রেম রয় না ঘরে,

আলোর মতো ছড়িয়ে পড়ে,

সবার তুমি আনন্দধন,হে প্রিয়,

আনন্দ সেই আমারো।