আজি তোমাদের শুভপরিণয়-রাতে

সপ্তঋষির স্বর্গের আঙিনাতে

চিরমিলনের উজ্জ্বল শিখা

আশীর্বাদের মঙ্গল লিখা

তারায় তারায় লিখিল দোঁহার তরে।

অরুন্ধতীর স্নিগ্ধ দৃষ্টি

করি দিল আজ পুণ্যবৃষ্টি

প্রণতিমন্ত্র যুগল ললাট-'পরে।

আজি নন্দন-মন্দারবনে

রজনীগন্ধা-গন্ধের সনে

পৌঁছিল বুঝি মর্ত্যের হাসিখানি।

শচীর প্রেমের মধুরাগিণীতে

ধরার প্রেমের সাহানার গীতে

মিলিয়া বাজিল আলোকবীণার বাণী।