বিশ্বের হৃদয়-মাঝে

কবি আছে সে কে!

কুসুমের লেখা তার

বারবার লেখে--

অতৃপ্ত হৃদয়ে তাহা

বারবার মোছে,

অশান্ত প্রকাশব্যথা

কিছুতে না ঘোচে।