বেদনা দিবে যত

অবিরত দিয়ো গো।

তবু এ ম্লান হিয়া

কুড়াইয়া নিয়ো গো।

যে ফুল আনমনে

উপবনে তুলিলে

কেন গো হেলাভরে

ধুলা-'পরে ভুলিলে

বিঁধিয়া তব হারে

গেঁথো তারে প্রিয় গো।