১১৭

ভক্তি ভোরের পাখি

রাতের আঁধার শেষ না হতেই "আলো' ব'লে ওঠে ডাকি॥