ভুবন হবে নিত্য মধুর

জীবন হবে ভালো,

মনের মধ্যে জ্বালাই যদি

ভালোবাসার আলো।