ভয়ে ভয়ে এসেছিল,

চেয়েছিল নাম।

মনে মনে হাসি আমি--

কী বা তার দাম।