২১

ভাসিয়ে দিয়ে মেঘের ভেলা

খেলেন আলো-ছায়ার খেলা,

শিশুর মতো শিশুর সাথে

কাটান হেসে প্রভাত বেলা॥