আজি মানুষের সব সাধনার

কুৎসিত বিদ্রূপ

দিকে দিগন্তে করিছে প্রচার

দানবিকতার রূপ।

আমার আয়ুর প্রদোষ গগনে

এ কুশ্রী বিভীষিকা

দেখিতে হবে কি দারুণ লগনে

জ্বালায় প্রলয়শিখা!