ভোরের কলকাকলীতে

মুখর তব প্রাণ

জাগাবে দিন সভাতলে

আলোর জয়গান।