আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে

গুচ্ছ গুচ্ছ ধরিয়াছে ফল।

পরিপূর্ণ বেদনার ভরে

মুহূর্তেই বুঝি ফেটে পড়ে,

বসন্তের দুরন্ত বাতাসে

নুয়ে বুঝি নমিবে ভূতল--

রসভরে অসহ উচ্ছ্বাসে

থরে থরে ফলিয়াছে ফল।

তুমি এসো নিকুঞ্জনিবাসে,

এসো মোর সার্থকসাধন।

লুটে লও ভরিয়া অঞ্চল

জীবনের সকল সম্বল,

নীরবে নিতান্ত অবনত

বসন্তের সর্ব-সমর্পণ--

হাসি মুখে নিয়ে যাও যত

বনের বেদননিবেদন।

শুক্তিরক্ত নখরে বিক্ষত

ছিন্ন করি ফেলো বৃন্তগুলি।

সুখাবেশে বসি লতামূলে

সারাবেলা অলস অঙ্গুলে

বৃথা কাজে যেন অন্যমনে

খেলাচ্ছলে লহো তুলি তুলি--

তব ওষ্ঠে দশনদংশনে

টুটে যাক পূর্ণ ফলগুলি।

আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে

গুঞ্জরিছে ভ্রমর চঞ্চল।

সারাদিন অশান্ত বাতাস

ফেলিতেছে মর্মরনিশ্বাস,

বনের বুকের আন্দোলনে

কাঁপিতেছে পল্লব-অঞ্চল--

আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে

পুঞ্জ পুঞ্জ ধরিয়াছে ফল।