মনের আকাশে তার

দিক্‌সীমানা বেয়ে

বিবাগি স্বপনপাখি

চলিয়াছে ধেয়ে।