মুহূর্ত মিলায়ে যায়

তবু ইচ্ছা করে--

আপন স্বাক্ষর রবে

যুগে যুগান্তরে।