মেঘ কেটে গেল

আজি এ সকাল বেলায়।

হাসিমুখে এসো

অলস দিনেরি খেলায়।

আশানিরাশার সঞ্চয় যত

সুখদুঃখেরে ঘেরে

ভ'রে ছিল যাহা সার্থক আর

নিষ্ফল প্রণয়েরে,

অকূলের পানে দিব তা ভাসায়ে

ভাঁটার গাঙের ভেলায়।

যত বাঁধনের

গ্রন্থন দিব খুলে,

ক্ষণিকের তরে

রহিব সকল ভুলে।

যে গান হয় নি গাওয়া,

যে দান হয় নি পাওয়া

পুবেন হাওয়ায় পরিতাপ তার

উড়াইব অবহেলায়।