৬৮

মেঘের দল বিলাপ করে

আঁধার হল দেখে,

ভুলেছে বুঝি নিজেই তারা

সূর্য দিল ঢেকে॥