মোহন কন্ঠ সুরের ধারায় যখন বাজে

বাহির ভুবন তখন হারায় গহন মাঝে।

বিশ্ব তখন নিজেরে ভুলায়

আকাশের বাণী ধরার ধুলায়

ধরে অপরূপ নব নব কায়

নবীন সাজে।