যখন জলের কল

হয়েছিল পলতায়

সাহেবে জানালো খুদু,

ভরে দেবে জল তায়।

ঘড়াগুলো পেত যদি

শহরে বহাত নদী,

পারেনি যে সে কেবল

কুমোরের খলতায়।