৪৮

যখন পথিক এলেম কুসুমবনে

শুধু আছে কুঁড়ি দুটি।

চলে যাব যবে, বসন্তসমীরণে

কুসুম উঠিবে ফুটি॥