রানী প্রশান্তের

পরিণয় বার্ষিক,

যুগল প্রেমের কল্যাণমালা

চলেছ গাঁথিতে গাঁথিতে,

বরষের পরে বরষে

ক্লান্তিবিহীন হরষে

জড়ায়ে রহে সে মাধুরী মিশায়ে

তোমাদের দিন-রাতিতে।

যে মিলনমালা বন্ধুজনের

গন্ধ দিতেছে মিলায়ে,দেশবিদেশের অতিথি

নিয়ে যায় তার প্রতীতি,

আমি দূর হতে কবির ছন্দ

দিনু তার সাথে মিলায়ে॥