যুগল যাত্রী করিছ যাত্রা,

নূতন তরণীখানি--

নবজীবনের অভয়বার্তা

বাতাস দিতেছে আনি।

দোঁহার পাথেয় দোঁহার সঙ্গ

অফুরান হয়ে রবে--

সুখের দুখের যত তরঙ্গ

খেলার মতন হবে।