কল্যাণীয়া

শ্রীমতী দেবরাণী দেবী

যূগলমিলনমন্ত্রে নব স্বর্গলোক

নবীন জীবনে তব আবির্ভূত হোক।

কল্যাণের ধ্রুবতারা

জাগুক নিমেষহারা

থাক্‌ সেথা সমুজ্জ্বল প্রেমের আলোক।

নূতন সংসারখানি

বিধাতার আশীর্বাণী

বহন করুক নিত্য অভয় অশোক।