কল্যাণীয় শ্রীমান্‌ সরিৎচন্দ্রের শুভ পরিণয়

উপলক্ষে আশীর্বাদ--

যুগলে তোমারা করো এক-চিতে

নব সংসার সৃষ্টি,

তাহে বিধাতার প্রসাদ-অমৃতে

হোক কল্যাণ বৃষ্টি।

চিরদিন ভ'রে অক্ষয় হোক্‌

প্রেমের মধুর বন্ধ,

নবজীবনের জ্বলুক আলোক

মিলনের চিরানন্দ।