যতক্ষণ থাকে মেঘ

শূন্যপটে নাম রহে লেখা।

যখন সে চলে যায়

মুছে দিয়ে যায় সব রেখা।