যতকাল তুই শিশুর মতো

রইবি বলহীন,

অন্তরেরি অন্তঃপুরে

থাক্‌ রে ততদিন।

অল্প ঘায়ে পড়বি ঘুরে,

অল্প দাহে মরবি পুড়ে,

অল্প গায়ে লাগলে ধুলা

করবে যে মলিন--

অন্তরেরি অন্তঃপুরে

থাক্‌ রে ততদিন।

যখন তোমার শক্তি হবে

উঠবে ভরে প্রাণ

আগুন-ভরা সুধা তাঁহার

করবি যখন পান--

বাইরে তখন যাস রে ছুটে,

থাকবি শুচি ধুলায় লুটে,

সকল বাঁধন অঙ্গে নিয়ে

বেড়াবি স্বাধীন--

অন্তরেরি অন্তঃপুরে

থাক্‌ রে ততদিন।